ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোনো জেলে নৌকা দেখা যায়নি। শুক্রবার সকাল থেকে ভোলার বিভিন্ন মাছঘাটগুলোতে সুনসান নীরবতা। মাছের আড়ৎগুলোও ছিল বন্ধ। এক দিন আগেও জেলে ও পাইকাদের হাকডাকে মুখরিত ছিল।
শুক্রবার সকাল থেকে ভোলার মেঘনা নদীর নাছির মাঝি, ভোলার খাল, কোড়ারহাট, স্লুইসগেট, তুলাতুলি, ইলিশা মাছ ঘাটসহ বিভিন্ন মাছঘাট ঘুরে দেখা গেছে, নদীতে কোনো জেলে নৌকা নেই। জেলেরা ঘাটে বসে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন। আবার কেউ ঘাটে অলস সময় পার করছেন।